• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় ১০ হাজার উট মেরে ফেলা হবে!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জানুয়ারি ২০২০, ১৪:১৭
অস্ট্রেলিয়া, পশুপাখি
বিবিসি বাংলা

দশ হাজার উট মেরে ফেলবে দাবানলের শিকার হওয়া দেশ অস্ট্রেলিয়া। কারণ হিসেবে উটগুলো পানি বেশি পান করছে বলে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

দক্ষিণ অস্ট্রেলিয়ার আনাংগু পিৎজানজাতজারা ইয়ানকুনিৎজাতজারা (এপিওয়াই) এলাকার এসব উটকে আগামী কয়েক দিনে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হবে।

এই কার্যক্রম গতকাল বুধবার (৮ জানুয়ারি) থেকেই শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার আদিবাসী বিষয়ক কর্মকর্তারা জানান, এসব পশু পানি বেশি পান করছে। তাই স্থানীয়দের জন্য পর্যাপ্ত পানি থাকছে না।

এপিওয়াই এলাকার ভূমি সংক্রান্ত নির্বাহী কমিটি জানায়, এসব পশু পানির খোঁজে জনবসতি চলে আসছে, যা স্থানীয়দের এবং তাদের পশুপালনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার পরিবেশ বিভাগ এই হত্যাকে সমর্থন দিয়ে জানিয়েছে, খরার কারণে তৃষ্ণায় অনেক উট মারা যাচ্ছে। এসব পশুর মরদেহ গুরুত্বপূর্ণ পানির উৎসকে দূষিত করছে।

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এবিসি জানায়, জনবসতি থেকে দূরে উটগুলো হত্যা করা হবে। পরে এসব পশুর মরদেহ পুড়িয়ে ফেলা হবে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বন্য উট আছে। দেশটির কর্তৃপক্ষের মতে, আনুমানিক ১০ লাখের বেশি উট মরু এলাকাগুলোতে আছে।

কে/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু
বাংলাদেশে আবারও ভিসা সেন্টার খুলতে আগ্রহী অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির
সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের আয়োজনে ফাদার্স ডে প্রোগ্রাম