• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কয়েক লাখ সাইবার হামলা প্রতিহত করল ইরান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩
কয়েক লাখ সাইবার হামলা প্রতিহত করল ইরান
ফাইল ছবি

ইরানের সাইবার অবকাঠামোর বিরুদ্ধে ভয়াবহ সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হামিদ ফাত্তাহি।

তিনি আজ (রোববার) তেহরানে সাংবাদিকদের জানান, ভাড়াটে হ্যাকাররা ইরানের সাইবার কার্যক্রমের ইতিহাসে আজ সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে।

তিনি বলেন, লাখ লাখ উৎস থেকে ইরানের লাখ লাখ সাইবার কেন্দ্রকে টার্গেট করে এ হামলা চালানো হয়। এ হামলা সফল হলে ইরানের ইন্টারনেট নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারত। কিন্তু সাফল্যের সঙ্গে সে হামলা প্রতিহত করা হয়েছে।

এর আগে ইরানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি সম্প্রতি জানিয়েছিলেন, ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত তার দেশ তিন কোটি ৩০ লাখ সাইবার হামলা প্রতিহত করেছে।

বর্তমান যুগে প্রতিদ্বন্দ্বী দেশকে ঘায়েল করার জন্য সাইবার হামলা একটি বড় ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় যা এরইমধ্যে ভার্চুয়াল যুদ্ধ নামে পরিচিতি পেয়েছে। এই যুদ্ধের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশের টেলিযোগাযোগ, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থাকে অচল বা অকার্যকর করে দেয়া হয়।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিদেশি অ্যাপসের মাধ্যমে অর্থ পাচার, আটক তিন
শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলার তদন্ত হাইকোর্টে স্থগিত
মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে পাল্টা হামলা চালাবে ইরান