ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে একসঙ্গে ছয়জন বিচারপতি সোয়াইন ফ্লুতে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ , ০৮:১১ পিএম


loading/img
ছবি সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্টের ছয়জন বিচারপতি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এতজন বিচারপতি একসঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে শীর্ষ আদালতে। এই বিষয়ে অন্যান্য বিচারপতি ও প্রবীণ আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান বিচারপতি এস এ বোবদে।

বিজ্ঞাপন

এদিকে এতজন বিচারপতি একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকটি মামলার শুনানি পিছিয়ে দিতে হয়েছে। এর মধ্যে রয়েছে নয় সদস্যের ডিভিশন বেঞ্চে চলা ধর্ম বনাম অধিকারের মামলার শুনানি। ছয় বিচারপতি একসঙ্গে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি বোবদে।

এছাড়া ভ্যাকসিনেশন ও অন্যান্য চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের মধ্যেই একটি ডিসপেনসারি তৈরি করেছে বলে জানিয়েছেন বোবদে। এর আগে গত সপ্তাহে বেঙ্গালুরুর একটি জার্মান সফটওয়্যার সংস্থার দুই কর্মী এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হওয়ায় তারা উত্‍পাদন বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |