• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ইরানে ২৩ এমপি ও জরুরি স্বাস্থ্যসেবার প্রধান করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ মার্চ ২০২০, ১৮:০০
23 MPs tested positive for coronavirus
ছবি সংগৃহীত

ইরানে অন্তত ২৩ জন এমপি ও দেশটির জরুরি স্বাস্থ্যসেবার প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিবিসি পার্সিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের ২৩ জন এমপি করোনায় আক্রান্ত। নিজেদের সংসদীয় আসনে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার মাধ্যমে ওই আইনপ্রণেতারা সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

ইরানের একটি সংবাদ সংস্থা ইলনা জানিয়েছে, দেশটির জরুরি স্বাস্থ্যসেবার প্রধান পীর-হুসেইন কোলিভান্দও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কোলিভান্দের ‘স্বাস্থ্য ভালো আছে এবং উদ্বেগের কোনও কারণ’ নেই।

এর আগে মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানান, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩৩৬ জন।

প্রাণঘাতী এই করোনাভাইরাস ইরানে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এই ভাইরাসে দেশটির সাবেক একজন রাষ্ট্রদূত ছাড়াও সবশেষ সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর একজন উপদেষ্টারও মৃত্যু হয়েছে। ৭১ বছর বয়সী ওই উপদেষ্টা মোহাম্মদ মীরমোহাম্মাদি তেহরানের একটি হাসপাতালে মারা যান।

এছাড়া ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার ও উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিচি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস নিয়ে সরকারের বক্তব্য জানানোর দায়িত্বে ছিলেন হারিচি।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসে বিশ্বজুড়ে ৩১১৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে প্রায় ৯০ হাজার মানুষ। কেবল চীনেই মৃত্যু হয়েছে ২৯৪৬ জনের। এছাড়া চীনের বাইরে মৃত্যু হয়েছে ১৭০ জনের বেশি মানুষের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা
জার্মান-ইরানি নারী নাহিদ টাঘাভি কারামুক্ত
রাবিতে যোগ দিলেন ইরানি অধ্যাপক 
‘সভ্য সমাজ গড়তে সবার আগে মানবমর্যাদা নিশ্চিত করতে হবে’