• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

করোনা আতঙ্কে চীনের প্রেসিডেন্টের জাপান সফর স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০২০, ১৬:৪৭
করোনা আতঙ্কে চীনের প্রেসিডেন্টের জাপান সফর স্থগিত
ফাইল ছবি

করোনাভাইরাস আতঙ্কে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের জাপান সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। জাপানের মুখ্য সচিব ইয়োশিহাইদ সুগা বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ বিষয়টিকেই এখন বেশি প্রাধান্য দেয়া উচিত।

আজ ‍বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

গত বছর জি-টোয়েন্টি সম্মেলনে জাপানের ওসাকায় গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। তখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁকে জাপানে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এর আগে সর্বশেষ ২০০৮ সালে চীনের প্রেসিডেন্ট জাপান সফরে যান। এবার তার সফর দুই দেশের সম্পর্ক উষ্ণ করার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছিল। তবে করোনার কারণে এই সফর আপাতত হচ্ছে না।

এদিকে আজ বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান বলেন, চীন ও জাপান দুটো দেশই এখন ভয়াবহ করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়ছে। দুটি দেশই একমত হয়েছে, কোনও যৌক্তিক সময়ে ও পরিবেশে এ সফর হবে। আর সেটা একটা সফল সফর হবে।

বিশ্বব্যাপী ৯৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভয়াবহ এ ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ। জাপানে এযাবৎ ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত সাতজন।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের জনগণই দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার: ভারত
মোদির বিতর্কিত পোস্ট, যে বার্তা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
মোদির বার্তার জবাব দেবে ঢাকা