ঢাকামঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভারত ভাগ হয়ে যাচ্ছে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০ , ০৫:৩৫ পিএম


loading/img
ছবি সংগৃহীত

দিল্লিতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, আমাদের ভবিষ্যতকে পুড়িয়ে মারা হয়েছে এখানে। বুধবার ব্রিজিপুরি এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি স্কুলে গিয়ে কংগ্রেস সাংসদ বলেন, ঘৃণা ও হিংসা সব ধ্বংস করে দিয়েছে। এ প্রসঙ্গে রাহুল গান্ধী আরও বলেন, ভারত ভাগ হয়ে যাচ্ছে। এতে কারও লাভ হচ্ছে না।

বিজ্ঞাপন

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এদিন দিল্লিতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়। রাহুলের সঙ্গে ছিলেন অধীর চৌধুরী, রণদীপ সিং সুরজেওয়ালাসহ অন্যরা।  গত মাসে সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে ২০০-র বেশি মানুষ।

এর আগে দিল্লিতে সহিংসতার ঘটনায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন রাহুল। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেছিলেন, শন্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রের প্রতীক, কিন্তু সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এদিকে দিল্লিতে সহিংসতার ঘটনায় সংসদে আলোচনার দাবিতে সোচ্চার হয়েছে কংগ্রেস।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |