ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৩ মার্চ ২০২০ , ০৯:৪৮ এএম


loading/img
ফাইল ছবি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর শরীর ভালো আছে। তবে পূর্বসতর্কতা হিসেবে এবং ডাক্তারের পরামর্শে তিনিও ১৪ দিন আইসোলেশনে থাকবেন।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়, ব্রিটেন সফর শেষে প্রধানমন্ত্রী ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার দেশে ফেরার পর অসুস্থ বোধ করেন এবং ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হয়। এরপর ডাক্তারি পরীক্ষায় সেটি পজিটিভ রিপোর্ট আসে।

এ ঘটনায় জাস্টিন ট্রুডো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন এবং তিনি নিজের বাড়ি থেকেই নিয়মিতভাবে দাপ্তরিক কাজ করছেন।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমগুলো এ অবস্থাকে সেল্ফ আইসোলেশন বলে উল্লেখ করেছে। স্ত্রী সোফির ডাক্তারি পরীক্ষার ফলাফল না পেয়ে তিনি অফিসে ফিরবেন না। কানাডার প্রাদেশিক এবং টেরিটোরিয়াল মুখ্যমন্ত্রীদের সঙ্গে জাস্টিন ট্রুডোর বৈঠক থাকলেও তা বাতিল করা হয়েছে।

কানাডায় এরইমধ্যে ১০০ ব্যক্তিকে করোনাভাইরাস সংক্রমিত বলে সনাক্ত করা হয়েছে। এরমধ্যে অন্টারিওতে ৪২ জন, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪৬ জন এবং ১৯ জন আলবার্টাতে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে এরইমধ্যে ৪,৬০০ ব্যক্তি মারা গেছেন।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |