• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

করোনায় ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তার মৃত্যু

আসলামউজ্জামান, ইতালি প্রতিনিধি

  ১৩ মার্চ ২০২০, ২০:০০
key Italian Defense Ministry official dies in coronavirus
ছবি সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিকেলে মোৎসিকাতোর (৫৯) মৃত্যু হয়েছে। সিসিলির কাতানিয়ার এই সেনা কর্মকর্তা শারীরিকভাবে সুস্থই ছিলেন। প্রাথমিক টেস্টে করোনা পজিটিভ হবার পর গত কয়েকদিন অবশ্য রোমে তার বাসভবনে সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন মোৎসিকাতো।

কিন্তু হঠাৎ করে বুধবার বিকেলে শরীরে প্রচণ্ড জ্বর এলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান মোৎসিকাতো। এদিকে ইতালিতে করোনার কারণে কারও শেষকৃত্যানুষ্ঠান আয়োজনের কোনও সুযোগ এখন নেই।

অন্যদিকে চীন ও দক্ষিণ কোরিয়া অনেকটা নিয়ন্ত্রণ করতে পারলেও ইতালিতে বেড়ে চলছে করোনায় প্রাণহানির ঘটনা। দেশটিতে বৃহস্পতিবার মারা গেছে ১৮৯ জন। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১০১৬ জনে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৬৯ হাজার। আর বিশ্বের অন্তত ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসা নিয়ে ইতালির বড় সুখবর, বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত
বিদ্রোহীদের দখলে সিরিয়ার সরকারি রেডিও-টিভিসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ
মীর জাফরের সঙ্গে আ.লীগের মিল রয়েছে: পিনাকী ভট্টাচার্য