করোনার মধ্যেই চীনে দাবানলে ১৮ দমকলকর্মীর মৃত্যু
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চীনে দাবানলে অন্তত ১৮ জন দমকলকর্মীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় যে, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি বনাঞ্চলে এই দাবানল ছড়িয়ে পড়ে।
শিনহুয়ার জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫১ মিনিটে স্থানীয় একটি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শক্তিশালী বাতাসের কারণে ওই আগুন দ্রুত নিকটবর্তী পাহাড়ে ছড়িয়ে পড়ে।
খবরে বলা হয়েছে, নিহত ১৯ জনের মধ্যে ১৮ জন দমকলকর্মী ও একজন স্থানীয় বন কৃষি কর্মী রয়েছেন, যিনি ওই দমকলকর্মীদের রাস্তা দেখিয়েছিলেন। হঠাৎ করে বাতাসের দিক পরিবর্তন হলে তারা আগুনের মধ্যে আটকা পড়ে যান।
পরে ওই ব্যক্তিদের উদ্ধারে ৩০০-র বেশি পেশাদার দমকলকর্মী ও ৭০০ মিলিশিয়া সদস্যকে পাঠানো হয়। এদিকে ওই অগ্নিকাণ্ডের কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে শিনহুয়া।
প্রায় এক বছর আগে সিচুয়ান প্রদেশেই এ ধরনের একটি দাবানল নেভাতে গিয়ে ৩০ জনের প্রাণ গিয়েছিল। নিহত ব্যক্তিদের মধ্যে ২৭ জনই ছিলেন দমকলকর্মী।
উল্লেখ্য, পুরো বিশ্ব এখন করোনাভাইরাসে থাবায় তটস্থ। এমন পরিস্থিতিতে সিচুয়ানে এই দাবানলের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলো। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সিচুয়ান প্রদেশে ৫৫০ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৫৩৬ জনই সুস্থ হয়ে উঠেছে। আর মৃত্যু হয়েছে তিনজনের।
এ
মন্তব্য করুন