দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সঙ্কট করোনাভাইরাস: জাতিসংঘ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের জন্য সবচেয়ে বড় সঙ্কট বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই সঙ্কটের কারণে মন্দা হতে পারে ‘সম্ভবত যার নজির সাম্প্রতিক ইতিহাসে নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য আর্থসামাজিক প্রভাব নিয়ে মঙ্গলবার জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের সময় তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, নতুন করোনাভাইরাস সমাজগুলোর গভীরে আঘাত হানছে, মানুষের জীবন ও জীবিকা কেড়ে নিচ্ছে। তিনি বলেন, জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে কভিড-19 আমাদের সবচেয়ে বড় সঙ্কটের মুখে ফেলেছে।
এদিকে সংক্রমণ রোধে ও মহামারির ইতি ঘটাতে দ্রুত সমন্বিত স্বাস্থ্য উদ্যোগ নেয়ারও আহ্বান জানিয়েছেন গুতেরেস। স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য করতে শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনটা না করলে ‘দাবানলের মতো ছড়িয়ে পড়া রোগটির দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে’।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪২ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়ে উঠেছে প্রায় এক লাখ ৭৮ হাজার মানুষ।
এ
মন্তব্য করুন