বাংলাদেশি আইএস নেতা আফগানিস্তানে গ্রেপ্তার
আফগান গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইসিস) খোরাসানের দুজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজনের বাড়ি বাংলাদেশ এবং অন্যজনের বাড়ি পাকিস্তান বলে জানিয়েছে তারা। খবর খামা নিউজের।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা অধিদপ্তর (এনডিএস) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির গোয়েন্দা বাহিনী মোহাম্মদ তানভীর ওরফে ওমরান ওরফে আহমদ ওরফে নাসিরকে গ্রেপ্তার করেছে। তারা বলছেন, এই ব্যক্তির বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকায়।
বিবৃতিতে আরও বলা হয় যে তানভীর পাকিস্তানের পাঞ্জাবের বাসিন্দা এসা পাঞ্জাবীর কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছিলেন এবং আইসিস খোরাসানে তথ্য প্রযুক্তির দায়িত্বে ছিলেন।
এনডিএস বলছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আইসিস খোরাসান নেতাদের মধ্যে যোগাযোগ রক্ষায় মূল ভূমিকা পালন করতেন।
সংস্থাটি আরও জানিয়েছে, এনডিএস বাহিনী আইসিস খোরাসানের আরেকজন শীর্ষ নেতা আলী মোহাম্মদকেও গ্রেপ্তার করেছে। তিনি জঙ্গি গ্রুপটির লজিস্টিক অ্যাফেয়ার্স দেখভাল করতেন। মোহাম্মদের বাড়ি পাকিস্তানের ইসলামাবাদে এবং তিনি আফগানিস্তানে আইসিসের কর্মকাণ্ড পরিচালনার জন্য বৈদেশিক সহায়তার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
এ ব্যাপারে আইসিস কোনও মন্তব্য করেনি।
এ
মন্তব্য করুন