করোনাভাইরাস: মানুষজনকে ঘরে রাখতে ইন্দোনেশিয়ায় ঘুরছে 'ভূত'
করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষজনকে ভয় দেখাতে ভূতের পোশাকে ঘুরে বেড়াচ্ছে স্বেচ্ছাসেবীরা। ইন্দোনেশিয়ার একটি গ্রামে এমন ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
গত মাস থেকে রাতের বেলা জাভা দ্বীপের কেপুহ গ্রামে এমন পোশাকে ঘুরে বেড়াচ্ছে স্বেচ্ছাসেবীরা।
ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪০০ জনের মৃত্যু হয়েছে।
তবে বিশেষজ্ঞদের আশঙ্কা দেশটিতে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি। রয়টার্সের একজন কর্মী বলেন, শুরুর দিকে এটির নেতিবাচক প্রভাব দেখা যায়। মানুষজন স্বেচ্ছাসেবীদের খুঁজতে বাসা থেকে বের হয়ে আসে।
কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। একজন বাসিন্দা কার্নো সুপাদমো রয়টার্সকে বলেন, ভূতের পোশাক পরা স্বেচ্ছাসেবীরা বাইরে আসার পর বাবা ও শিশুর ঘর থেকে বের হচ্ছে না। এমনকি এশার নামাজের পর মানুষজন জড়ো হচ্ছে না বা রাস্তায় থাকছে না।
স্থানীয় একটি মসজিদের কেয়ারটেকার আনজার পানকা বলেছেন, এমন পদক্ষেপের কারণে রোগের সম্ভাব্য ভয়াবহ প্রভাব নিয়ে বাসিন্দারা আতঙ্কিত হচ্ছে, তাই এটা কাজ করছে।
পুলিশের সহায়তায় গ্রামের ইয়ুথ গ্রুপের প্রধান এই কার্যক্রম পরিচালনা করছে। ইয়ুথ গ্রুপের প্রধান আনজার পানকাইঙ্গতয়াস বলেন, আমরা ব্যতিক্রম কিছু করতে চেয়েছিলাম এবং বোঝাতে চেয়েছিল এটা ভৌতিক এবং ভয়ানক।
এ
মন্তব্য করুন