• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

রাষ্ট্রপ্রধানদের কড়া সমালোচনা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০২০, ১৯:৪০
রাষ্ট্রপ্রধানদের কড়া সমালোচনা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কড়া সমালোচনা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।

করোনাভাইরাস প্রতিহত করতে বিশ্বের অধিকাংশ দেশ ডব্লিউএইচও’র প্রাথমিক সতর্কবার্তা উপেক্ষা করেছে। আর সে কারণেই এই দেশগুলোকে এখন ভুগতে হচ্ছে। যে দেশগুলো এই সতর্কবার্তা মেনে চলেছে তারা অনেক ভাল জায়গায় আছে। তিনি এমন সময় এই সমালোচনা করলেন যখন অনেক দেশের রাষ্ট্রপ্রধান তার সমালোচনা করছেন।

রয়টর্স জানায় গেব্রিয়াসুস বলেন, প্রথম সতর্কবার্তা যখন আমরা দিয়েছিলাম তখনই কথা শোনা উচিত ছিল। আমরা অনেক আগেই গোটা বিশ্বকে করোনা রুখতে ব্যবস্থা নিতে বলেছিলাম। করোনার উপসর্গ আছে এমন রোগীদের খুঁজে বের করে পরীক্ষা করার কথা বলেছিলাম, ওদের সংস্পর্শে যারা আসছে তাদের শনাক্ত করতে বলেছিলাম এবং আইসোলেট করার কথা বলেছিলাম। আমরা পরামর্শ দিতে পারি, কিন্তু পরামর্শ শুনতে বাধ্য করতে পারি না। যারা আমাদের কথা শুনেছে, তারা এখন ভাল জায়গায় আছে। অনেক দেশই তার সতর্কবার্তা উপেক্ষা করেছে। আর সেই দেশগুলোকে এখন সমস্যায় পড়তে হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতা আর চীনের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে তিনিই সবচেয়ে বেশি সরব হয়েছে। আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া আর্থিক সাহায্যও বন্ধ করে দিয়েছে। এমনকী, মার্কিন নাগরিকরা গেব্রিয়াসুস এর পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর অভিযানও শুরু করেছেন। সব মিলিয়ে ঘরে বাইরে বেশ চাপের মুখে পড়ে গিয়েছিলেন তিনি। তাই এবার তিনি পালটা আক্রমণ করলেন।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইয়েমেনে ইসরায়েলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান 
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা, পুলিশের সতর্কবার্তা
শীতের মাঝেই ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা
অবৈধ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা