• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইকুয়েডরের হাসপাতালের বাথরুমে লাশের স্তূপ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০২০, ২৩:৫৬
ইকুয়েডরের হাসপাতালে লাশের স্তুপ
ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইসের থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। গোটা দেশ হয়ে পড়েছে এক মৃত্যুপুরী।

দেশের গোয়াকিলের একটি হাসপাতালের ভয়াবহ বর্ণনা দিয়েছেন চিকিৎসকেরা। এনডিটিভির খবরে বলা হয়, চিকিৎসকরা জানিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের লাশ সরানোর কাজ করছে প্রশাসন। রাস্তায় রাস্তায় পড়ে আছে বেওয়ারিশ লাশ। এতো বেশি লাশ যে হাসপাতালগুলোতে রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। লাশ রাখতে হচ্ছে বাথরুমেও।

প্রতিবেদনে আরও বলা হয় কোভিড-19 রোগীর লাশে হাসপাতালগুলোর মর্গ ভর্তি হয়ে গেছে। বাধ্য হয়ে বাথরুমে স্তূপ করে রাখতে হচ্ছে।

ইকুয়েডরের সরকারি হিসেবে করোনায় এখন পর্যন্ত প্রায় ২৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৬০০ জন মারা গেছেন। তবে বেসরকারি হিসেবে তা অনেক বেশি। সেখানে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার হয়েছে গোয়াকিল শহরটি।

হাসপাতালের একজন নার্স জানিয়েছেন, প্রত্যেক নার্সকে প্রতিদিন ১৫ থেকে ৩০ জন রোগীকে দেখতে হতো। কিন্তু হঠাৎ এত রোগী আসতে শুরু করেছে যে তাদের দেয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসা না পেয়ে মৃত্যু হচ্ছে অনেকের। বাথরুমে অনেকে মারা গেছেন, অনেকে মেঝেতে শুয়ে মারা গেছেন, কেউ চেয়ারে বসে মারা গেছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh