• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুই কোরিয়া সীমান্তে গুলি বিনিময়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০২০, ১৮:১৬
দুই কোরিয়া সীমান্তে গুলি বিনিময়
ফাইল ছবি

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অস্ত্রমুক্ত এলাকায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এই দুই দেশের সৈন্যদের মাঝে গুলি বিনিময়ের ঘটনা বেশ বিরল। ২০১৭ সালে সবশেষ এরকম গুলি বিনিময় হয়েছিল।

বিবিসি’র খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে চিওরন শহরের কাছে সীমান্তে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসা গুলি দক্ষিণ কোরিয়ার সেনা চৌকিতে আঘাত হানে। এর জবাবে দক্ষিণ কোরিয়াও পাল্টা গুলি চালায়। তবে দু'পক্ষের মধ্যে কেউ হতাহত হয়ননি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্তটিতে বিশ্বে সবচেয়ে বেশি সামরিক প্রস্তুতি রয়েছে।

তবে উত্তর কোরিয়া হঠাৎ কেন এই হামলা করেছে তার কোনও কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে এমন কোনও লক্ষণও দেখা যাচ্ছে না।

প্রায় ২১ দিন অন্তরালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার জনসমক্ষে ফিরে আসার ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটলো।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়