• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শনিবার থেকে পাকিস্তানে লকডাউন তুলে নেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০২০, ২০:৫৮
প্রধানমন্ত্রী ইমরান খান
প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানে আগামী শনিবার (৯ মে) থেকে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার (৭ মে) জাতীর উদ্দেশে দেয়া ভাষণে ইমরান খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কারণে লকডাউন তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান পাকিস্তানের জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে লকডাউন উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের মানুষ ভোগান্তিতে পড়েছে। তাই লকডাউন ওঠানো হচ্ছে। আমরা জানি সংক্রমণ বাড়তে থাকলেও এমন সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু এটা তো থামছেও না।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৩ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৬৪ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৪ জন।

এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৬৩ হাজার ৮৩১ জন, আর আক্রান্ত ৩৭ লাখ ৫৫ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ৪১৫ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
X
Fresh