• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বন্দী নির্যাতনের অপরাধ স্বীকার করল মিয়ানমার সেনাবাহিনী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০২০, ২০:৫৫
বন্দী নির্যাতনের অপরাধ স্বীকার করল মিয়ানমার সেনাবাহিনী
ফাইল ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে পাঁচ বন্দীকে নির্মমভাবে নির্যাতনের কথা স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। কয়েকজন বন্দীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ স্বীকারোক্তি দিল মিয়ানমার সেনাবাহিনী।

আজ (বুধবার) দেশটির সেনাবাহিনীর ওয়েব সাইটে বলা হয়েছে, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে আটক পাঁচ জনকে গত ২১ এপ্রিল রাখাইন রাজ্যে পাঠানো হয়। সেখানেই তাদেরকে মারধর করে সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্দীদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইন অনুযায়ী আচরণ করা হয়নি। তাই এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা চোখ বাঁধা ও হাতকড়া লাগানো ব্যক্তিদের মাথায় নির্মমভাবে আঘাত করছে সেনা সদস্যরা। একজন মাথায় ঘুষি দিচ্ছে, আরেক জন লাথি মারছে।

তবে আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরাকান আর্মির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। কোনো অপধার না থাকার পরও তারা অন্যায়ভাবে আটক করেছে তাদের।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরা নিয়ে খবরটি ভুয়া
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৬ চাঁদাবাজ গ্রেপ্তার
স্পিরিটস অব জুলাই কনসার্টে ভেন্যু চার্জ নেবে না সেনাবাহিনী
মিয়ানমার থেকে ১৯ টন চাল এসেছে টেকনাফ স্থলবন্দরে