কঙ্গোয় ফের ইবোলার হানা, চারজনের মৃত্যু
কঙ্গোর স্বাস্থ্য কর্মকর্তারা দেশটিতে দ্বিতীয় দফায় ইবোলার প্রাদুর্ভাব ঘটেছে বলে নিশ্চিত করেছেন। করোনাভাইরাস এবং বিশ্বের সবচেয়ে বড় পরিসরে হামের প্রাদুর্ভাবের মধ্যেই দেশটিতে দ্বিতীয়বারের মতো ইবোলার সংক্রমণ দেখা দিলো। খবর দ্য ন্যাশনালের।
এখনও দেশটির অস্থিতিশীল পূর্বাঞ্চলে ইবোলা সমাপ্তির আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি। ২০১৮ সালের আগস্ট মাসে এই মহামারি শুরু হওয়ার পর সেখানে কমপক্ষে দুই হাজার ২৪৩ জন ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছে।
কঙ্গোর স্বাস্থ্য কর্মকর্তারা এখন বলছেন, দেশটির উত্তরাঞ্চলে ইকুয়াতেয়র প্রদেশের এমবান্দাকার কাছে নতুন করে ছয়জনের শরীরে ইবোলা ধরা পড়েছে। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে সোমবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেডরোস আধানম গেব্রেয়িসাস বলেছেন, মানুষজন করোনা ছাড়াও অন্য স্বাস্থ্যগত হুমকির মধ্যে রয়েছে।
এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এমবান্দাকার একটি হাসপাতালে আরও চারজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী ডা. এতেনি লঙ্গোনডো বলেছেন, ওই ব্যক্তিরা ১৮ মে মারা গেছেন। তবে তাদের টেস্টের ফলাফলে সপ্তাহান্তে এসেছে, যেখানে তাদের ইবোলায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন, ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে তাদের টিম।
১৯৭৬ সালে কঙ্গোয় প্রথমবারের মতো ইবোলা শনাক্ত হওয়ার পর ইকুয়াতেয়র প্রদেশে এ নিয়ে ১১ বার এই রোগের প্রাদুর্ভাব ঘটলো। দুই বছর আগে সেখানে নতুন করে ইবোলার সংক্রমণ দেখা দিলে ৩৩ জনের মৃত্যু হয়। তবে কয়েক মাসের মধ্যে তা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
এ/পি
মন্তব্য করুন