ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করলো মালয়েশিয়া

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ১২:০৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

স্বদেশীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এবার বিদেশি শ্রমিক নেয়া স্থগিতের ঘোষণা দিলো মালয়েশিয়া। 

বিজ্ঞাপন

আজ সোমবার (২২ জুন) দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। 

করোনারভাইরাস মোকাবিলায় টানা লকডাউনে বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করার পদক্ষেপের অংশ হিসাবে এ সিদ্ধান্ত নিলো মালয়েশিয়া সরকার। এর ফলে বাংলাদেশ-নেপালসহ বেশ কয়েকটি দেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আপাতত স্থগিত হয়ে গেলো। 

বিজ্ঞাপন

মানবসম্পদ উন্নয়নের জন্য ফার্ম গঠনের পর সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে মন্ত্রী বলেন, এ বছর বিদেশ থেকে আর কোনও শ্রমিক আনা হবে না, তবে বিদেশিরা পর্যটক ভিসায় আসতে পারবেন।   

তিনি আরও বলেন, প্রায় দুই মিলিয়ন বিদেশি শ্রমিক রয়েছে আমাদের দেশে, আমরা চাচ্ছি স্বদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ তৈরি করে দিতে। এ বছর আমরা এটি পর্যবেক্ষণ করবো, কতটা ফলপ্রসূ হচ্ছে সেটি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।   

মন্ত্রী, স্থানীয়দের চাকরি বাছাই না করে যেকোনো ধরনের চাকরি করারও পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |