• ঢাকা রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১
logo

চীনের সঙ্গে দ্বন্দ্বে ভারতে ওষুধের দাম বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০২০, ২০:৪৫
chinese suppliers hiking prices of raw materials say indian pharmas
প্রতীকী ছবি

ভারতে তৈরি হওয়া ওষুধের প্রায় ৭০ শতাংশ প্রয়োজনীয় কাঁচামাল আসে চীন থেকে। লাদাখের গলওয়ানে ভারত-চীন সেনাদের সংঘর্ষের পর ওই কাঁচামালের দাম এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছে চীনা প্রতিষ্ঠানগুলো।

উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের একাধিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জানিয়েছে, ১৫ জুনের পর বিগত ৫-৬ দিনে ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামালের দাম প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে চীনা কোম্পানিগুলো।

কাঁচামালের দাম এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার প্রভাব সরাসরি পড়বে ওষুধের দামেরও ওপরে। ফলে প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক- সব ওষুধেরই দাম বাড়তে পারে অদূর ভবিষ্যতে।

জানা গেছে, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ- এই দুই রাজ্যে সব মিলিয়ে ৪০০-র বেশি ফার্মাসিউটিক্যাল সংস্থা চীনের ১০ থেকে ১২টি কাঁচামাল সরবরাহকারী সংস্থার ওপর নির্ভরশীল।

ওষুধের কাঁচামাল সরবরাহকারী গুজরাটের সংস্থা গৌরাঙ্গ ইন্টারন্যাশনালের মালিক সুনীল কুমার বলেন, বিগত চার-পাঁচদিনে চীন থেকে আমদানি হওয়া ওষুধের কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের
কানপুরে রাতভর বৃষ্টি, তৃতীয় দিনের খেলা শুরু হবে কখন?
কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৪
বেনাপোল দিয়ে দুই চালানে ভারত গেল ৯৯ টন ইলিশ