নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ৩ জঙ্গিবিমান তৈরি করল ইরান
ইরান নিজেদের বিশেষজ্ঞের মাধ্যমে অত্যাধুনিক তিন জঙ্গিবিমান তৈরি করেছে। এগুলো পরীক্ষা ও তার দক্ষতা যাচাই বাছাই করে সেনাবাহিনীর বিমান ইউনিটের কাছে হস্তান্তর করেছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) এই তিন জঙ্গিবিমান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও পার্সটুডে জানায়, 'কওসার' মডেলের এই জঙ্গিবিমানগুলো অত্যাধুনিক প্রযুক্তির। এতে এভিনিক ও চতুর্থ প্রজন্মের অগ্নি প্রতিরোধী সিস্টেম রয়েছে। বিশ্বের খুব কম দেশের কাছেই এ প্রযুক্তি রয়েছে।
জঙ্গিবিমানগুলোতে প্রয়োজনে এর আসন সংখ্যা কমানো-বাড়ানো যায় এবং পাইলটদের উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে।
ইরানের বিপ্লবী সামরিক বাহিনী প্রথম থেকেই স্বনির্ভরতা অর্জনের যে চেষ্টা চালিয়ে আসছে তারই অংশ হিসেবে এসব জঙ্গিবিমান তৈরি করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রণাল থেকে জানানো হয়েছে।
এমকে
মন্তব্য করুন