ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গাদের গ্রহণ না করার সিদ্ধান্ত মালয়েশিয়ার

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

শনিবার, ২৭ জুন ২০২০ , ০৭:৫৪ এএম


loading/img
প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

মিয়ানমার থেকে আসা আর কোনও রোহিঙ্গা মুসলিম শরণার্থীকে গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুন) আসিয়ান দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশের এ আলোচনায় মিয়ানমারও ছিল।

অর্থনৈতিক মুক্তির উপায় খুঁজে বের করতে আয়োজিত এ অনুষ্ঠানে রোহিঙ্গাদের তৃতীয় কোনও দেশে স্থানান্তরেরও কথা বলেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। একইসঙ্গে রোহিঙ্গাদের  অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য নিপীড়িত জনগোষ্ঠী হিসাবে রোহিঙ্গাদের শরণার্থী কার্ড নিয়ে মালয়েশিয়ায় বসবাসের সুযোগ ছিল এতদিন।  এ সুযোগ কাজে লাগিয়ে নানা উপায়ে এমনকি সমুদ্র পথেও মালয়েশিয়ায় এসেছেন অনেক রোহিঙ্গা। তবে বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুতে বেশ কঠোর। গেল মাসে সমুদ্র পথে আসা নৌকাবোঝাই রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়ার পর শুক্রবার এ ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |