• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

দেশের স্বার্থে তৃতীয়বার বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২০, ১৫:৩৯
danish pm forced to postpone wedding again due to eu summit
টাইমস অব ইসরায়েল থেকে নেয়া

করোনাভাইরাসের কারণে কত মানুষের বিয়ে পিছিয়েছে তার ঠিক নেই। অনেকে আবার লকডাউনেরই মধ্যেই সেরে ফেলেছেন বিয়ে। কিন্তু করোনার কারণে তিনবার বিয়ে পিছিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসন। আর দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, ইউরোপিয়ান কাউন্সিলের করোনা বিষয়ক জরুরি বৈঠকে যোগ দিতে হবে তাকে। তাই আপাতত তৃতীয়বারের মতো বিয়ের তারিখ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেটের এমন সিদ্ধান্ত দেশের মানুষের কাছে তার সম্মান বেড়ে গেছে কয়েক গুণ।

গত কয়েক মাস ধরেই ভালোবাসার মানুষকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন মেট। আর সেজ0ন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। কিন্তু গত তিন মাসের বেশি সময় ধরে পুরো বিশ্বের পরিস্থিতি অন্যরকম। করোনার জন্য ঝুঁকিতে রয়েছে বহু মানুষ। এমন পরিস্থিতিতে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাননি মেট। কারণ এই দুর্দিনে বিয়ের আনন্দ করা সাজে না বলে মনে করেছেন তিনি।

ফেসবুকে নিজের প্রেমিকের সঙ্গে একটি ছবি দিয়ে প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসন লিখেছেন, আমি এই সেরা মানুষটিকে বিয়ে করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু এটা কিছুতেই সহজে হচ্ছে না। এবার একটা বড় মিটিং চলে এসেছে সামনে। জুলাই মাসের ঠিক যে শনিবারটিতে আমাদের বিয়ের তারিখ ছিল, ওই দিনই ব্রাসেলসে একটি জরুরি মিটিং হবে। দেশের জন্য আমায় সে মিটিংয়ে যেতে হবে। তাই আমি আবার পরিকল্পনা বদল করলাম।

আগামী ১৭-১৮ জুলাই ইউরোপিয়ান কাউন্সিলের ওই মিটিং অনুষ্ঠিত হবে। ২৭ জন রাষ্ট্র ও সরকারপ্রধান নিয়ে এই মিটিং হবে ব্রাসেলসে। কিন্তু দিন দিন যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। প্রতিদিনই প্রায় দেড় লাখ করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে ৯৯ লাখ ১২ হাজারের বেশি মানুষ করোয় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে রাজনীতিবিদ বিয়ে করতে চান ‘ভাইরাল কন্যা’ সিঁথি
ফের বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ফারিয়া
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন