করাচি স্টক এক্সচেঞ্জে হামলার সাথে ভারত জড়িত: ইমরান খান
পাকিস্তানের করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে হামলার পেছনে ভারত জড়িত সে বিষয়ে সন্দেহ নেই বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার (৩০ জুন) পাকিস্তানের সংসদে তিনি একথা বলেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয় গত সোমবার (২৯ জুন) চারজন বন্দুকধারী গ্রেনেড নিয়ে করাচির স্টক এক্সচেঞ্জে হামলা চালায়। এতে দুজন নিরাপত্তারক্ষী ও একজন পুলিশ নিহত হয়। আবার নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারী প্রত্যেকই নিহত হয়।
যদিও ভারত এ ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করে পাক প্রধানমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে।
ইমরান খান বলেন, আমাদের কোনও সন্দেহ নেই যে এই হামলার পেছনে ভারত জড়িত। গত দুই মাস যাবত আমার মন্ত্রীসভা জানতো যেকোনো একটি হামলা হবে। আমি আমার মন্ত্রীদের জানিয়েছিলাম, এ বিষয়ে আমাদের সব সংস্থা সর্বোচ্চ সতর্ক ছিল।
এমকে
মন্তব্য করুন