• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তি মেনে নেবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২০, ২৩:১৭
The British Prime Minister will not accept the annexation of Israel to the West Bank
বরিস জনসন

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের অংশ বিশেষ সংযুক্তি করার ইহুদিবাদী ইসরাইল যে পরিকল্পনা তা মেনে নেবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, তেল আবিবের এ প্রচেষ্টা অবৈধ।

আজ বুধবার (১ জুলাই) বিবিসির খবরে বলা হয়, যদিও ইসরাইলকে রক্ষার জন্য আমি আন্তরিকভাবেই সচেষ্ট, তবে পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার ইসরায়েলি পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আমি তাদের এই সিদ্ধান্তের বিষয়ে জেনে উদ্বিগ্ন। ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তি করার প্রস্তাব কোনও ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে না।

তিনি আরও বলেন, আমি এজন্য ভয় পাচ্ছি যে, তেল আবিব সরকার এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তাতে ইসরাইলের সীমান্ত সুরক্ষিত রাখার উদ্দেশ্য ব্যর্থ হবে এবং এটা হবে ইসরাইলের দীর্ঘ মেয়াদী স্বার্থের পরিপন্থি।

জনসন বলেন, আমি আশাবাদী যে পশ্চিম তীর সংযুক্তি করার পরিকল্পনা বাস্তবায়ন করার প্রক্রিয়া আর সামনে এগুবে না। যদি এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে ১৯৬৭ সালের সীমান্তে কোনও পরিবর্তনের প্রতি স্বীকৃতি দেবে না ব্রিটেন। তবে দুই পক্ষের সম্মতির ওপর হলে তা ভিন্ন কথা।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
আইসিজের শুনানিতে আজ অংশ নেবে বাংলাদেশ
সহায়তার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি