উত্তেজনার মাঝেই লাদাখ সফরে গেলেন মোদি
অঘোষিত সফরে উত্তেজনাপূর্ণ লাদাখ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখা ও সেনাদের মনোবল বাড়ানোর জন্যই তার এ সফর বল মনে করা হচ্ছে। তার সাথে রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনা প্রধান এম এম নরবনে সহ উর্ধ্বতন সেনা কর্মকর্তরা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শুক্রবার (৩ জুলাই) সকালে লাদাখ পৌঁছান নরেন্দ মোদি।
সেখানে তিনি সেনাবাহিনী, বিমানবাহিনী এবং ইন্দো টিবেটান বর্ডার পোস্ট বা আইটিবিপি-র জওয়ানদের সঙ্গে কথা বলেন। লাদাখের নিমু হলো ১১ হাজার ফিট উঁচুতে যথেষ্ট দুর্গম এলাকা।
মোদির সফরের একদিন আগেই সেখানে ভারত ও চীনের মধ্যে আবার কোর কম্যান্ডার পর্যায়ের বৈঠক হয়। সেনা সরিয়ে আনা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হয়। সেনা সরানো নিয়ে নীতিগত মতৈক্য বাদ দিয়ে আলোচনা খুব বেশি এগিয়েছে তা বলা যাবে না। বিশেষ করে চীনের সেনা সরানো নিয়ে ভারতের দাবি মানতে বেজিং খুব একটা উৎসাহ দেখাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদির লাদাখ যাওয়াটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন
এমকে
মন্তব্য করুন