• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নেপালে ভারতীয় সব নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ

আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২০, ১১:৪৬
All Indian news channels have stopped broadcasting in Nepal
ফাইল ছবি

নেপাল সরকার ভারতীয় সব নিউজ টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের বিষয়ে একতরফা মিথ্যা খবর করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দ্য হিন্দুস্তান টাইমের খবরে বলা হয় গত কয়েকদিন ধরেই শিরোনামে উঠে এসেছে ভারত-নেপাল বিরোধ। নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়েছে। আর তা দেখানোর পর থেকেই ভারত এবং নেপালের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

নেপালের কমিউনিস্ট পার্টির মুখপত্র এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী নারায়ন কাজি শ্রেষ্ঠা নেপালের সংবাদমাধ্যমে বলেন, নেপালের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সে জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে ভারতের সমস্ত চ্যানেল নেপালে বন্ধ করে দেয়ার বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবর পাঠকের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে ফেসবুক
দেশে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বেড়েছে
ভারতীয় সংবাদমাধ্যমের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়
সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. ইউনূসকে সিপিজের চিঠি