• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাস্ক পরে জনসম্মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২০, ১০:৩৮
donald trump mask
ছবি-সংগৃহীত

করোনার দাপট শুরুর পর কয়েকবার মাস্ক ব্যবহার নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গেল এপ্রিলে যুক্তরাষ্ট্রে জনসমাগমে মাস্ক পরার সুপারিশ করেছিল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। এর বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, মাস্ক পরবেন না তিনি। এরপর বেশ কয়েকবার মাস্ক না পরার বিষয়ে কথা বলেছিলেন। যদিও শেষ পর্যন্ত মাস্ক পরে জনসম্মুখে এলেন তিনি।

শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন একটি সামরিক হাসপাতাল পরিদর্শন করতে যান ট্রাম্প।

প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে মাস্ক পরে তিনি বলেন, ‘আমি সবসময়ই মাস্কের বিরুদ্ধে, তবে আমি মনে করি, সেটার জন্য নির্দিষ্ট সময় এবং জায়গা রয়েছে।’

ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সৈনিক এবং চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তার আগে তিনি বলেন, ‘আমি মনে করি, যখন আপনি হাসপাতালে থাকবেন, বিশেষ করে এরকম নির্দিষ্ট অংশে, যখন আপনার অনেক সৈনিক এবং মানুষজনের সঙ্গে কথা বলতে হবে, যাদের কেউ কেউ মাত্রই অপারেশন টেবিল থেকে ফিরেছেন, তখন মাস্ক পরা খুব ভালো একটা ব্যাপার।’

এর আগে কয়েক দফা মাস্ক বিরোধী মন্তব্য করলেও চলতি মাসে এর প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এমনকি মাস্ক পরার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে নিয়ে ব্যাঙ্গও করতে দেখা যায় ট্রাম্পকে।

যুক্তরাষ্ট্রে ৩৩ লাখ ৫৫ হাজার ছয়শ’র বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। অন্যদিকে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার চারশ’ ছাড়িয়েছে। যা বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা মহামারীর শুরু থেকেই মাস্ক পরার জন্য আহ্বান জানিয়ে আসছে। তাদের মতে নিয়মিত মাস্ক পরার কারণে কোটি কোটি মানুষ রক্ষা পেয়েছে করোনা থেকে।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার অ্যাটর্নি জেনারেল হিসেবে যাকে বেছে নিলেন ট্রাম্প
ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের
কলা বেঁধে রকেট উৎক্ষেপণ করলেন ইলন মাস্ক, জানা গেল কারণ
জ্যাকলিনের জন্য জেলে বসেই ট্রাম্পকে চিঠি দিলেন সুকেশ