• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্রিটেন যাবার অনুমোতি পেল শামীমা

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২০, ২০:৫০
shamima
ফাইল ছবি

দুই বান্ধবিকে সাথে নিয়ে ২০১৫ সালে ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়ায় আইএসে যোগ দেয়া শামীমা বেগমকে দেশে ফেরার অনুমোতি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সর্বোচ্চ আদালত কোর্ট অব আপিল।

সিএনএন এর খবরে বলা হয়, শামীমা বেগমের বর্তমান বয়স ২০ বছর। তার বাতিল হওয়া নাগরিকত্ব ফিরে পেতে আইনি লড়াই করতেই তাকে দেশে ফেরার অনুমোতি দিয়েছে আদালত।

বৃহস্পতিবার রায়ে বলা হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেয়া সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য শামীমাকে দেশে ফিরতে দিতে হবে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্কুলপড়ুয়া তিন তরুণী যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেন। এদের মধ্যে শামীমা বেগম (২০) এবং খাদিজা সুলতানা (২১) বাংলাদেশি বংশোদ্ভূত। তবে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নেই। তারা পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত বেথনাল গ্রিন একাডেমি নামের একটি স্কুলের ছাত্রী ছিলেন।

সিরিয়ায় আইএসের পতনের পর শামীমাকে একটি ক্যাম্পে নিয়ে যায় পুলিশ। পরে ২০১৯ সালে ব্রিটেনের ‘হোম অফিস’ থেকে তার নাগরিকত্ব বাতিল করা হয়। ঢাকার পক্ষ থেকেও সাফ জানিয়ে দেয়া হয়, বাংলাদেশের সঙ্গে তার নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। শামীমা নিজেও একাধিকবার বলেছেন, বাংলাদেশ নয়, তিনি ব্রিটেনেই ফিরতে চান।

তবে এই রায়ের বিষয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর হতাশা প্রকাশ করে বলেছে, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শান্তিকালীন পদক’ পেলেন বিমানবাহিনীর ৩৯ সদস্য
বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু
রাজধানীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১৫
সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে চলাচল সীমিত থাকবে: আইএসপিআর