করোনায় ভারতে একদিনে আক্রান্ত ৩৪ হাজার ৮৮৪, মৃত্যু ৬৭১
ভারতে শুক্রবারই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছিল। ওই দিন নতুন করে করোনা সংক্রমিত হয়েছিল ৩৪ হাজার ৯৫৬ জন। ২৪ ঘণ্টার নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। শনিবার এক ধাক্কায় তা হয়ে দাঁড়ালো ১০ লাখ ৩৮ হাজার ৭১৬। খবর আনন্দবাজারের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৮৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৬৭১ জনের। সব মিলিয়ে সারা দেশে মৃতের সংখ্যা ২৬ হাজার ২৭৩।
করোনায় সবচেয়ে খারাপ অবস্থা ভারতের মহারাষ্ট্র রাজ্যের। ওই রাজ্যে ২ লাখ ৯২ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৫২ জনের। তামিলনাড়ুতে করোনা আক্রান্তে সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২ হাজার ৩১৫ জনের। দিল্লিতে করোনা সংক্রমিত হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৭১ জনের।
এদিকে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ১১ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের। মৃতদের মধ্যে ৭০ শতাংশেরই কো-মর্বিডিটি ছিল বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন:
এ
মন্তব্য করুন