• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জার্মানির এক রাজ্যে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২০, ১৬:০৩
German region ban burqa or niqab at school
ডয়চে ভেলে থেকে নেয়া

শেষ পর্যন্ত বিতর্কিত সিদ্ধান্তটি নিয়েই ফেললো জার্মানির বাডেন ভুর্টেমব্যার্গ রাজ্য। প্রশাসন জানিয়ে দিয়েছে, এখন থেকে স্কুলে বোরকা বা নিকাব পরে যাওয়া যাবে না। এমন কিছু পরা যাবে না, যা মুখ ঢেকে রাখে। আগেই শিক্ষিকাদের জন্য এই নিয়ম জারি করেছিল রাজ্যটি। খবর ডয়চে ভেলের।

জার্মানির পশ্চিম প্রান্তের এই অঞ্চলটির শাসন ক্ষমতায় রয়েছে গ্রিন পার্টি। গত কয়েক মাস ধরেই ছাত্রীরা মুখ ঢেকে স্কুলে যেতে পারবে কিনা, তা নিয়ে বিতর্ক চলছিল সেখানে। ঘটনার সূত্রপাত এক স্কুলছাত্রীর একটি মামলাকে ঘিরে।

হামবুর্গ আদালতে বোরকা বা নিকাব পরার পক্ষে মামলা করেছিল ওই ছাত্রী। দীর্ঘ শুনানির পর আদালত জানায়, রাজ্যের স্কুল আইন অনুযায়ী- মুখ ঢেকে স্কুলে যেতেই পারে ছাত্রীরা। কিন্তু রাজ্য যদি স্কুল আইন বদলে ফেলে, সে ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হতে পারে। আদালতের এই রায়ের পরই প্রশাসন স্কুল আইন বদলের তোড়জোড় শুরু করে।

আইন বদল হলেও বিষয়টি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে বাডেনে। গ্রিন পার্টির একাংশের বক্তব্য, বোরকা বা নিকাব ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। কোনও গণতান্ত্রিক দেশে নারীদের মুখ ঢাকতে বাধ্য করা যায় না। অধিকারের কথা ভেবেই এই ধরনের পোশাক নিষিদ্ধ করা উচিত।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
---------------------------------------------------------------------

কোনও কোনও রাজনীতিবিদ জানিয়েছেন, শুধু বাডেন ভুর্টেমব্যার্গেই নয়, পুরো জার্মানিতেই বোরকা এবং নিকাব বাতিল করা উচিত। আবার অন্যপক্ষের বক্তব্য, সবারই পোশাক নির্বাচনের অধিকার আছে। গণতান্ত্রিক দেশে সবার ধর্মচর্চারও সমান অধিকার আছে। বোরকা বা নিকাব যেহেতু ধর্মীয় পোশাক, ফলে তা পরারও অধিকার সবার রয়েছে।

এ বিতর্ক নতুন নয়। অতীতে ইউরোপের বিভিন্ন দেশে এ বিষয়ে বিতর্ক হয়েছে। নেদারল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স এবং অস্ট্রিয়ায় মুখ ঢেকে স্কুলে যাওয়া আগেই নিষিদ্ধ হয়েছে। জার্মানিতেও সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, ৫৪ শতাংশ নাগরিক বোরকা এবং নিকাব ব্যবহারের বিরুদ্ধে ভোট দিয়েছে। যদিও উদ্বাস্তুদের অধিকার নিয়ে কাজ করা কোনও কোনও সংস্থার বক্তব্য, নতুন এই আইন দেশে সংখ্যালঘু এবং উদ্বাস্তুদের আরও কোণঠাসা করবে।

বাডেন ভুর্টেমব্যার্গ প্রশাসন অবশ্য জানিয়েছে, এমনিতেই স্কুলে খুব বেশি ছাত্রী মুখ ঢেকে আসতো না। ফলে বিষয়টি নিয়ে এত শোরগোল হওয়ার কারণ নেই। দ্বিতীয়ত, কলেজ স্তরে এখনও এ বিষয়ে কোনও আইন করা হয়নি। সাধারণত কলেজেই প্রাপ্তবয়স্ক মেয়ে যান। তাদের মুখ ঢাকার বিষয়টি আরও বেশি সংবেদনশীল। সে কারণেই আপাতত কলেজ স্তরের মেয়েদের বিষয়টি থেকে ছাড় দেয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনাল আইনে: আসিফ নজরুল