যুক্তরাষ্ট্রে ৪ চীনা নাগরিক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। বৃহস্পতিবার চারজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দারা।
বিবিসির খবরে বলা হয়, গ্রেপ্তারকৃত চার চীনা নাগরিককে ভিসা জালিয়াতি ও তথ্য লুকানোর অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
এদের একজন সান ফ্র্যান্সিসকো কনস্যুলেটের কর্মী। তাকেই গ্রেপ্তার করতে গিয়ে বাকি তিনজনের খোঁজ পায় মার্কিন গোয়েন্দারা। গ্রেপ্তারকৃতরা চীনের সশস্ত্র বাহিনীর সদস্য।
তাদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা চীনের সশস্ত্র বাহিনীর সদস্য এই তথ্য তারা গোপন করেছিলেন।
এফবিআইয়ের গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের ২৫টি শহরের সন্দেহভাজন এমন অনেক লোককে জিজ্ঞাসাবাদ করেছেন, যাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সাথে ‘অঘোষিত সম্পর্ক‘ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
মার্কিন প্রসিকিউটর জানায়, যুক্তরাষ্ট্রে সামরিক বিজ্ঞানী পাঠানোর পরিকল্পনার অংশ হিসাবে কাজ করছে চীনের এসব নাগরিক।
মার্কিন বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা সেনাবাহিনীর সাথে তাদের ‘সত্যিকারের সম্পর্ক‘ আড়াল করে গবেষণা ভিসার জন্য আবেদন করেছেন। এটি আমাদের উন্মুক্ত সমাজের সুযোগ গ্রহণ এবং চীনা কমিউনিস্ট পার্টির আরেকটি পরিকল্পনার অংশ।
এসএ/ এমকে
মন্তব্য করুন