বানরকাণ্ডে অন্ধকারে ডুবেছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। এতে কিছু এলাকা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন ছিল। অন্ধকারের সঙ্গে জনগণকে সতর্ক করা হয়েছে পানীয় জল সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
রোববার (৯ ফেব্রুয়ারি) কলম্বোর একটি শহরতলিতে বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনে একটি বানর ঢুকে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
এএফপির এক প্রতিবেদন বলা হয়, শ্রীলঙ্কায় জুড়ে ব্ল্যাকআউট তথা বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় দিকে পুরো গ্রিডটি বিকল হয়ে যায়। তবে কয়েক ঘণ্টা পর বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়।
বিদ্যুৎমন্ত্রী কুমারা জয়কড়ি এএফপিকে বলেন, কলম্বোর পানাদুরায় বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনের সংস্পর্শে একটি বানর এসে পড়ে। তবে এক ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের পর জাতীয় হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।
আরটিভি/কেএইচ-টি