ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

যেসব কারণে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ , ০৭:২৭ পিএম


loading/img
যেসব কারণে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির চলমান রাজনৈতিক সংকট দূর করতে ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কন্তে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট সের্গেইও মাত্তারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গিউসেপ কন্তে।

বিজ্ঞাপন

চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় বের করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন কন্তে।

করোনাভাইরাস পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট সামাল দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে গত সপ্তাহে প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বাধীন দল ইতালিয়া ভিভা পার্টি ক্ষমতাসীন জোট থেকে সরে দাঁড়ায়। এরপরই পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারায় কন্তের দল।সূত্র: সিএনএন
ইতালীয় প্রেসিডেন্সি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কন্তের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মাত্তারেল্লা।

বিজ্ঞাপন

এতে জানানো হয়েছে, বুধবার বিকেলে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট। আলোচনা চলাকালে কন্তেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

এফএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |