পরাজয়ের কারণ জানতে চাইলেন অমিত শাহ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দলের মধ্যেই বেশ উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এগিয়ে রয়েছেন। এদিকে এ নির্বাচনে বিজেপি’র বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন অমিত শাহ।
-
আরও পড়ুন ... হাড্ডাহাড্ডি লড়াই শেষে নন্দীগ্রামে জিতে গেলেন মমতা
রোববার (২ মে) কলকাতা ২৪-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। নির্বাচনে বিপর্যয়ের কারণ অমিত শাহ’র জানতে চাওয়ার বিষয়টি বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। ভোট গণনা শেষ হওয়ার আগেই তিনি বিধানসভা ভোটে পশ্চিবঙ্গে বিজেপি’র ভরাডুবি মেনে নিয়েছেন।
এছাড়াও তিনি টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়, হাবড়ায় রাহুল সিনহা’র পিছিয়ে থাকার কারণকে ‘আশ্চর্যজনক’ বলে মন্তব্য করেছেন। জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর এ নিয়ে বিজেপি নেতৃত্ব পর্যালোচনা করবে। বাংলার মানুষ হয়তো মমতাকে চায়, এর কারণ বিশ্লেষণ করতে হবে।
এসআর/
মন্তব্য করুন