ঢাকাTuesday, 13 May 2025, 30 Boishakh 1432

কাতার এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইটের জরুরি অবতরণ ভারতে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০৮:১১ পিএম


loading/img

দোহা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাতার এয়ারলাইনসের একটি বিমান ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) জরুরি অবতরণ করেছে। 

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) ভোরে একজন নারী যাত্রীর ‘স্বাস্থ্যগত জটিলতা’ দেখা দিলে  বিমানটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) জরুরি অবতরণ করে । 

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়, দোহা থেকে ঢাকাগামী ফ্লাইট ‘কিউআর৬৪২’ জরুরি চিকিৎসা অবতরণের অনুমতি চেয়ে আরজিআইএ-তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কাছে আবেদন জানায়। অনুমতি পাওয়ার পর ওই বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

বিজ্ঞাপন

যাত্রীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজনে অংশ নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি অবতরণের পর অসুস্থ নারী যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরে কাতার এয়ারলাইনসের ওই ফ্লাইট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের স্থানীয় সময় ৩টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে ওই যাত্রী কী কারণে মারা গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |