বিশেষ চিঠি গেলো মোদির কাছে, যা লেখা আছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১১:১৬ এএম


বিশেষ চিঠি গেলো মোদির কাছে, যা লিখা আছে
ফাইল ছবি

কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। যুদ্ধের প্রায় দ্বারপ্রান্তে দুই দেশ। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ একটি পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতের কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের লেখা ওই চিঠিতে মোদিকে বিশেষ সংসদ অধিবেশনের আহ্বান জানানো হয়েছে। 

ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মোদিকে কংগ্রেস চিঠিটি পাঠানো হলো।

বিজ্ঞাপন
আরও পড়ুন

চিঠিতে খাড়গে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তে যখন ঐক্য ও সংহতি খুবই জরুরি, বিরোধীরা বিশ্বাস করে যত তাড়াতাড়ি সম্ভব সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা গুরুত্বপূর্ণ। এটি গত ২২ এপ্রিল পহেলগামে হামলা মোকাবিলায় আমাদের সম্মিলিত সংকল্প এবং ইচ্ছাশক্তির একটি শক্তিশালী প্রদর্শন হবে।’
 
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আগামী দু-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যা হবে আগামী দু-তিন দিনের মধ্যে তা হবে। আর যদি এই সময়সীমার মধ্যে কিছু না ঘটে- তাহলে বুঝে নিতে হবে বড় বিপদ কেটে গেছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসাবে পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ দিয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশি অনেক দেশ দুই পক্ষেকে সংযম এবং সংলাপের আহ্বান জানিয়েছে।

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission