ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

পাকিস্তানের হামলায় ৫ যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৭:২১ পিএম


loading/img
ফাইল ছবি

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ২৪ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সংঘাতময় দীর্ঘ ১৯ দিন পার করেছে ভারত। সামরিক এ সংঘাত চলাকালে ভারতের ৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান, যার মধ্যে তিনটি তাদের সামরিক শক্তির অহংকারের প্রতীক রাফাল যুদ্ধবিমানও। এতোদিন এ কথা অস্বীকার করে আসছিল ভারত সরকার। তবে, রাফালের সমালোচনা করতে গিয়ে পাকিস্তানের হামলায় ৫টি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন ক্ষমতাসীন বিজেপির সিনিয়র এক নেতা। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুব্রহ্মণ্যম স্বামী নামে ওই বিজেপি নেতা বলেন, পাকিস্তান চীনা যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বিমানগুলোকে পরাজিত করেছিল। পাকিস্তান আমাদের পাঁচটি বিমান ভূপাতিত করেছিল। তারা চীনা যুদ্ধবিমান দিয়ে আমাদের ফরাসি বিমানগুলো নামিয়েছে। চীনা বিমানগুলো ভালো ছিল, কিন্তু ফরাসিগুলো নয়। রাফাল ভারতের প্রয়োজন মেটাতে সক্ষম নয়।

শনিবার (৩১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে সুব্রহ্মণ্যম স্বামী ভারত সরকারের জবাবদিহিতার মানসিকতা নিয়েও সমালোচনা করেন। বিজেপির এ নেতা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে বিমান হারানোর ঘটনাগুলোর ওপরে কোনো খোলামেলা তদন্ত হবে না। 

এদিকে পাকিস্তানের চীনা বিমানের সামনে রাফালের ব্যর্থতার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনীও। তবে, সংঘাতে ভারত ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি তারা।

শনিবার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনীল চৌহান বিমান হারানোর স্বীকারোক্তি দিয়ে বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। ভালো দিক হলো আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি, সংশোধন করেছি এবং দু’দিন পর আবার আমাদের সকল যুদ্ধবিমান ব্যবহার করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি।

বিজ্ঞাপন

পাকিস্তানের হাতে বিমান হারানোর বিষয়টি নিয়ে যে লুকোচুরি করছে মোদি সরকার, তার কড়া সমালোচনা করেছেন বিরোধীদল কংগ্রেসের এক নেতাও। অনীল চৌহানের বক্তব্যের সূত্র ধরে তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রী ও কংগ্রেস নেতা উত্তম কুমার রেড্ডি বলেছেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনীল চৌহানের স্বীকারোক্তির পর ভারত সরকারের আর বিষয়টি অস্বীকার করা উচিত নয়। 

বিজ্ঞাপন

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে চারদিনের যুদ্ধে আমরা জিতেছি ঠিকই। কিন্তু, এ চারদিনের অপারেশনে আমাদের রাফাল যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছে। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |