ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

হঠাৎ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে শেহবাজের ফোনালাপ, যে কথা হলো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ০৪:৪১ পিএম


loading/img
ফাইল ছবি

দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দুই দেশের মধ্যে বৈরিতা দৃশ্যমান। সীমান্তে নিয়মিত সংঘাতের পাশাপাশি একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। সংঘাতের মূল কারণ কাশ্মীর। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ফের ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের ধারণা, দুই পক্ষের পাল্টাপাল্পি কঠোর পদক্ষেপের কারণে ফের যুদ্ধ বাঁধতে পারে। বিশেষ করে, সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করায় উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে। 

এমন অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ফোনালাপ হয়েছে। আলাপে ভারত ইস্যুটি উঠে আসে।

বিজ্ঞাপন

শেহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টকে জানান, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাকিস্তান যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে।

আরও পড়ুন

পাকিস্তানের অবস্থান যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। বরং, গত দুই দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

শেহবাজ শরীফ আরও জানান, পেহেলগাম ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য তার দেশ প্রস্তুত। পাকিস্তান এই অঞ্চলজুড়ে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনো ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে।

এ সময় পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে ইরানের সহায়তা করার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |