ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

শিগগিরই মুক্তি পেতে পারেন ইমরান খান, জানা গেল তারিখ!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৩:২৪ পিএম


loading/img
ফাইল ছবি

শিগগিরই কারাগার থেকে মুক্তি পেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। 

বিজ্ঞাপন

আগামী ১১ জুন তার বিরুদ্ধে দেওয়া আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিলের শুনানি হবে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানিও হবে। আর ওইদিনই ইমরান ও তার স্ত্রীকে আদালত জামিন দিতে পারেন বলে জানিয়েছেন পিটিআইয়ের প্রধান নেতা গওহর আলী খান।

রোববার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। 

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পিটিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা গওহর আলী খান বলেছেন, ১১ জুন একটি ‘গুরুত্বপূর্ণ দিন’ হতে যাচ্ছে ইমরান ও বুশরার জন্য। 

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছে, অন্যান্য বিরোধী দলের সঙ্গে একটি আন্দোলন শুরু করবে পিটিআই, যার নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে।

এর আগে, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে পাকিস্তানের হাইকোর্ট। 

বিজ্ঞাপন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পরই দেশব্যাপী আন্দোলন শুরু করবেন তারা।

বিজ্ঞাপন

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর অসংখ্য মামলা দায়ের করা হয় ইমরান খানের বিরুদ্ধে, যার মধ্যে মাত্র কয়েকটিতে তাকে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ তুলেছে, তিনি এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশো মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |