• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

রোজা রাখছেন ব্রিটিশ অমুসলিম এমপি পল ব্রিস্টো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০২০, ১২:৩০
পল ব্রিস্টো
পল ব্রিস্টো

ইসলাম ধর্মের মাহাত্ম্য অনুধাবন করতে অমুসলিম হয়েও রোজা পালন করছেন ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) পল ব্রিস্টো।

এক টুইট বার্তায় ইংল্যান্ডের পিটারবারো’র কনজারভেটিভ পার্টির এমপি পল ব্রিস্টো বলেন, রমজান হলো আধ্যাত্মিক চিন্তা, নিজের উন্নতি এবং গভীর প্রার্থনার সময়। পবিত্র এই মাসের প্রথম সপ্তাহ আমিও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলিম নই।

মিডিলইস্ট মনিটরের আরও বলা হয় পল ব্রিস্টো টুইটে আরও জানান, আমার শহর পিটারবারোতে বসবাসরত ২০ হাজার মুসলিমের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে চাই।

পল ব্রিস্টো প্রতিদিন রোজা ও ইসলাম বিষয়ে তার অভিজ্ঞতা টুইটার ও নিজের ওয়েবসাইটে নিয়মিত শেয়ার করছেন।

এদিকে করোনাভাইরাস মহামারিতে এখন যুক্তরাজ্যজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে কীভাবে কী করতে হবে তার একটি নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। দেশটির অনেক মসজিদ অনলাইন বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম করছে। সেখানে নিয়মিত ধর্মীয় নির্দেশনা ও নামাজ প্রচার করা হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • যুক্তরাজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুসলিম ছাত্রলীগ নেত্রীর হেনস্তার ভিডিও হিন্দু মেয়েকে নির্যাতন বলে প্রচার
সাবেক সংসদ সদস্য নদভী গ্রেপ্তার
বাংলাদেশ সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
জাবিতে ‘মুসলিম উম্মাহ গঠন: নতুন ইসলামি সভ্যতা বিনির্মাণের পূর্বশর্ত’ সেমিনার অনুষ্ঠিত