• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ট্রাম্পের প্রত্যাবর্তনে নেতানিয়াহু-ম্যাক্রোঁসহ বিশ্বনেতাদের অভিনন্দন

আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৬:০৩
ট্রাম্পের প্রত্যাবর্তনে নেতানিয়াহু-ম্যাক্রোঁসহ বিশ্বনেতাদের অভিনন্দন
ফাইল ছবি

ইতোমধ্যেই প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তার আনুষ্ঠানিক প্রত্যাবর্তনটা কেবল সময়ের ব্যাপার এখন। অবশ্য জয়ের স্বারপ্রান্তে পৌঁছেই নিজের বিজয় ঘোষণা করেন তিনি। আর এই ঘোষণার পরই একের পর এক বিশ্বনেতার অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভাসছেন ট্রাম্প।

ট্রাম্পকে শুভেচ্ছা জানানো বিশ্বনেতাদের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান, অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার প্রমুখ।

ট্রাম্পের জয়কে “ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন” বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতির বার্তা দিচ্ছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেছেন, আমাদের ট্রান্সআটলান্টিক সম্পর্ককে আরও সম্প্রসারিত এবং শক্তিশালী করার জন্য বিশ্বব্যাপী সকল চ্যালেঞ্জ একসাথে সফলভাবে মোকাবিলা করার জন্য উন্মুখ তিনি।

হাঙ্গেরির উগ্র ডানপন্থি নেতা ভিক্টর অরবান ট্রাম্পের এ বিজয়কে দেখছেন নিজেদের বিজয় হিসেবেই। ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পথে আছেন জানিয়ে তার একটি ছবি শেয়ার করে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শুভ সকাল হাঙ্গেরি! একটি দুর্দান্ত জয়ের পথে।

ট্রাম্পকে বন্ধু হিসেবে সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঐতিহাসিক বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা পুনরায় এগিয়ে নেওয়ার জন্য উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।

এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর ধরে একসঙ্গে কাজ করতে প্রস্তুত...।

এদিকে ট্রাম্পের জয় নিয়ে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ট্রাম্পের এই বিজয় ইউক্রেনের জন্য সমস্যা তৈরি করতে পারে। যদিও ট্রাম্প এই যুদ্ধের জন্য মার্কিন আর্থিক সহায়তা কতটা কমাতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা আছে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণ, নিহত ১
হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের