• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ট্রাম্পের জয়, যেভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৪০
ট্রাম্পের জয়, যেভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। তার এমন ঘোষণার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানাচ্ছেন। তবে, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ট্রাম্পকে এখনও অভিনন্দন না জানালেও নতুন মার্কিন সরকারের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ আশা করে চীন।

বুধবার (৬ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

তিনি বলেন, আমরা পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উইন-উইন (জয়-জিত) সহযোগিতার নীতির ভিত্তিতে চীন-মার্কিন সম্পর্কের দিকে এগিয়ে যাব। যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি সামঞ্জস্যপূর্ণ।

চীনের রাষ্ট্রপতি ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করবেন কি না? এমন প্রশ্নের জবাবে মাও নিং বলেন, আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। মার্কিন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর আমরা স্বাভাবিক অনুশীলনের মাধ্যমেই পরস্পরের মধ্যকার বিষয়গুলো পরিচালনা করব।

২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন চীনা পণ্য আমদানির ওপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করেছিলেন ট্রাম্প। অনেকেই আশঙ্কা করছেন, এবারও তিনি চীনের সঙ্গে নতুন করে বাণিজ্যযুদ্ধে জড়াবেন।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫১৪টি ইলেকটোরাল ভোট। জেতার জন্য ২৭০টি ভোটের প্রয়োজন হয়। এর মধ্যে ২৬৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪ ভোট। হােয়াইট হাউসের সিংহাসনে বসতে বিজয়ের একেরারি দ্বারপ্রান্তে ট্রাম্প।

এর আগে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হতে যাচ্ছেন ট্রাম্প। ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।

২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা
চীন-বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বাড়াতে দিনব্যাপী আয়োজন
ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ করবে চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত