সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষে নিহত ২, আহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ১৮ মে ২০২৫ , ১১:৫৩ এএম


সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষে নিহত ২, আহত ১৯
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান নৌ-বাহিনীর একটি জাহাজের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও ১৯ জন। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার (১৭ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত এই সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজের মাস্তুলের সংঘর্ষ ঘটে। 

বিজ্ঞাপন

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজের মাস্তুল বাধা পায়। ফলে সংঘর্ষে পুরো জাহাজ টালমাটাল হয়ে ওঠে।

ভিডিওতে আরও দেখা যায়, সংঘর্ষের পর সাদা পোশাক পরিহিত নাবিকরা জাহাজের ক্রসবিম থেকে ঝুলে আছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে নিউ ইয়র্ক সিটির মেয়র অ্যাডামস লিখেন, জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ২ জন দুঃখজনকভাবে আঘাতের কারণে প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

এক আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, নিহত দুই ব্যক্তি জাহাজের একটি মাস্ট (পালতোলা স্তম্ভ) থেকে পড়ে যান। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর জাহাজটিকে নিউইয়র্কের পিয়ার ৩৬-এ স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

নগর কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি ব্রিজে ধাক্কা খেতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন যে এই মুহূর্তে পাওয়া সব তথ্যই প্রাথমিক। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, নিউ ইয়র্কের ম্যানহাটান ও ব্রুকলিন শহরকে সংযোগকারী ব্রুকলিন ব্রিজের নির্মাণ সম্পন্ন হয় ১৮৮৩ সালে। এই দু'শহরের মধ্যে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সেতুটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র দ্য ডার্ক নাইট রাইজেসসহ বিভিন্ন চলচ্চিত্রে ব্রুকলিন ব্রিজ ধ্বংসের দৃশ্য রয়েছে। 
 
আরটিভি/এসএইচএম

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission