ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ভিন্ন সুর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৯:৩২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। তবে দেশটির এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিজ্ঞাপন

সিবিএস নিউজকে এমনটি জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা।

তারা বলেছেন, ইসরায়েল যখন খামেনিকে হত্যা করার সুযোগ পেয়েছিল, তখন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন যে এটি কোনো ‘ভালো ধারণা’ নয়। 

বিজ্ঞাপন

গত সপ্তাহে ইরানে হামলার পর নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যুদ্ধপরিস্থিতি নিয়ে কথোপকথন হয়।

আরও পড়ুন

খামেনিকে হত্যায় ট্রাম্পের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যানের বিষয়টি প্রথম রিপোর্ট করেছিল রয়টার্স।

বিজ্ঞাপন

এরপর রোববার সন্ধ্যায় ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথোপকথনের বিষয়টি অস্বীকার করে নেতানিয়াহু বলেন, ‘আমাদের কথোপকথনের অনেক মিথ্যা প্রতিবেদন আছে যা কখনো ঘটেনি। আর আমি সেসব বিষয়ে আলোচনায় যাব না। আমার মনে হয় আমাদের যা করা দরকার আমরা তাই করব।’

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |