• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের মিশিগানে করোনাকালীন সহযোগিতায় হাত বাড়ালো 'ব্যাপাক'

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

  ১০ এপ্রিল ২০২০, ১৬:১২
যুক্তরাষ্ট্র, মিশিগান, করোনাকালীন, সহযোগিতা, 'ব্যাপাক'
ফাইল ছবি।

মহামারী করোনাভাইরাসের কবলে পড়া যুক্তরাষ্ট্রের হ্যামট্রাম্যাক ও ডেট্রয়েট শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ১৫টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশি আমেরিকান পাবলিক এফিয়ার্স কমিটি (ব্যাপাক)।

এই কার্যক্রমে ব্যাপাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাপাকের চেয়ারম্যান এহেসান তাকবিন ব্যাপাকের প্রেসিডেন্ট ড.শফিউল হাছান, সৈয়দ সায়েদুল হক, সেলিম আহমদ, হ্যামটরমিক সিটি কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান সহ অনেকে।

মিশিগানে ছোটখাটো অনেক সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই এরই মধ্যে এগিয়ে আসছেন বা কাজ করে চলেছেন। বাংলাদেশি কমিউনিটির মানুষের পাশে আছেন এমন সংগঠনের সংখ্যাটা অনেক কম। মিশিগানে কোভিড-19 আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫০৪ জনে এবং মারা গেছেন ১ হাজার ৭৬ জন। তবে টানা দ্বিতীয় দিনও আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় কমেছে।

রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৮ জন এবং ১১৭ জন মারা গেছে। এতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬ জনের। আট দিনের মধ্যে বুধবার প্রথম আক্রান্তের সংখ্যা কমতে দেখা যায়। ঐদিন ১ হাজার ৩৭৬ আক্রান্তের সংখ্যা পাওয়া যায়।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে পুড়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত বেড়ে ৫, পুড়ছে হলিউড হিলস
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ছে তারকাদের বাড়িঘর
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ