• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

১১৪৮ পদে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন

আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৯
১১৪৮ পদে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন
ছবি : সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম : শিক্ষক

পদসংখ্যা : ১৩৮টি।

যোগ্যতা : বিষয়ভিত্তিক-চাহিত বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা সম্মানসহ সমমানের সিজিপিএ–প্রাপ্ত স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির-সমমানের সিজিপিএ-প্রাপ্ত সম্মান ডিগ্রি অথবা সমমানের মাদরাসা ডিগ্রি-কওমি মাদ্রাসার সমমানের ডিগ্রি-সনদধারী দাওরায়ে হাদিস। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমপর্যায়ের গ্রেড-শ্রেণি-সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা : শিক্ষক নিয়োগের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদধারীদের-শিক্ষায় ডিগ্রিপ্রাপ্ত ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার কারিকুলাম এবং পাঠ্যসূচি অনুযায়ী প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সব বিষয়ে পাঠদানে সক্ষম হতে হবে এবং দৈনিক দুই শিফটে শ্রেণি পাঠদান পরিচালনা করতে বাধ্য থাকতে হবে। সংশ্লিষ্ট জেলার যে উপজেলা-জোন-সার্কেলে পদ শূন্য আছে, প্রার্থীকে ওই উপজেলা-জোন-সার্কেলের স্থায়ী বাসিন্দা হতে হবে (সিটি করপোরেশন এলাকার জন্য এ শর্ত শিথিলযোগ্য)। শূন্য পদের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগ-জেলা কার্যালয় থেকে তথ্য পাওয়া যাবে।

বয়সসীমা : ২০২৩ সালের ২৪ জানুয়ারি ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।

বেতন ও সুযোগ–সুবিধা : মাসিক সম্মানি ১২,৫০০ টাকা। বছরে দুটি উৎসব ভাতা-ইনসেনটিভের সুবিধা আছে।

২. পদের নাম : সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী।

পদসংখ্যা : ১০১০টি।

যোগ্যতা : এসএসসি-দাখিল-শরহে বেকায়া-সমমানের অন্য যেকোনো মাদরাসা শিক্ষার দ্বিতীয় শ্রেণির বোর্ড পরীক্ষার সনদধারী অথবা সমমানের মাদরাসার সনদধারী-কওমি সনদধারী। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমপর্যায়ের গ্রেড-শ্রেণি-সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে মাদরাসা ক্যাচমেন্ট এলাকার এক কিলোমিটার এলাকার মধ্যে প্রার্থী হতে হবে (সিটি করপোরেশন এলাকার জন্য এ শর্ত শিথিলযোগ্য)। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স : ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।

বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক সম্মানি ৮,০০০ টাকা। বছরে দুটি উৎসব ভাতা-ইনসেনটিভের সুবিধা আছে।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত)।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোডের পর তা পূরণ করে পাঠাতে হবে।

আবেদন ফি : ১ নং পদের জন্য ২০০/- টাকা ও ২ নং পদের জন্য ১০০/- টাকা জমা দিতে হবে।আবেদনের শেষ সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।

মন্তব্য করুন

Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি