• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

চাকরি দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, বেতন ৮৪,০০০ টাকা

আরটিভি নিউজ

  ২৭ মার্চ ২০২৪, ০৮:৫৮
চাকরি
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের স্বত্বাধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রতিষ্ঠানটি ৫টি পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন-

১. পদের নাম : ডেপুটি ম্যানেজার (আইটি অ্যান্ড কমিউনিকেশন)

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। আইটি অ্যান্ড কমিউনিকেশন সংশ্লিষ্ট ক্ষেত্রে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার বা সমমানের পদে ২ বছরের অভিজ্ঞতাসহ ৭ বছরের চাকরির অভিজ্ঞতা।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং এ দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ

চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়

বেতন : ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)

২. পদের নাম : সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার (অক্যুপেশনাল হেলথ অ্যান্ড লেবার সেফটি)

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক ডিগ্রি বা যেকোন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে অক্যুপেশনাল সেফটি অথবা ইন্ডাস্ট্রিয়াল সেফটি সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং এ দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ

চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়

বেতন : ৭৫,৬০০ টাকা (গ্রেড-৭)

৩. পদের নাম : জুনিয়র ক্রেন অপারেটর

পদসংখ্যা : ৮টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রেন চালনার জন্য প্রযোজ্য লাইসেন্স বা ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এ ছাড়া যেকোন প্রতিষ্ঠানে ক্রেন চালানোর কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ

চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়

বেতন : ৩১,২০০ টাকা (গ্রেড-১৩)

৪. পদের নাম : ফোরম্যান (মেকানিক্যাল)

পদসংখ্যা : ৭টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ

চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়

বেতন : ২৭,৬০০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম : ল্যাব টেকনিশিয়ান (মেকানিক্যাল)

পদসংখ্যা : ৭টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোন বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ

চাকরির স্থান : বাংলাদেশের যেকোন জায়গায়

বেতন : ২৪,০০০ টাকা (গ্রেড-১৫)

যেভাবে আবেদন করা যাবে: আগ্রহীদের এ ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর ফোন অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ এপ্রিল ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই প্রকল্পে বিশ্বব্যাংক থেকে ১০৮০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ
ডিসেম্বরের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকার বেশি