নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২৪ ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে। বাহিনীটিতে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন-
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ নৌবাহিনী।
ব্যাচের নাম : নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২৪
বয়স : ১ জুলাই ২০২৪ তারিখে নাবিক পদে ১৭-২০ বছর এবং এমওডিসি (নৌ) পদে ১৭-২২ বছর।
চাকরির ধরন : স্থায়ী।
প্রার্থীর ধরন : নারী-পুরুষ।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
দক্ষতা : সাঁতার জানা।
আবেদনের নিয়ম : আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি : ২০০ টাকা।
উপস্থিত থাকা সময় : সকাল ৮টায় উপস্থিত থাকতে হবে।
আবেদনের শেষ সময় : ২২ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
মন্তব্য করুন
একাধিক জনকে চাকরি দেবে কাচ্চি ভাই
কাচ্চি ভাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: কাচ্চি ভাই
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রেস্টুরেন্ট পরিচালনার দক্ষতা
অভিজ্ঞতা: অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: রেস্টুরেন্টে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
আরটিভি/এফআই
আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, নিয়োগ পাবেন এক লাখ শিক্ষক
সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শূন্য পদগুলোতে লক্ষাধিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা চেয়ে তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
তথ্য পাওয়ার পর আগামী মাসেই এ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এনটিআরসিএ সূত্র বলছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ হতে পারে। কারণ, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় ৯৭ হাজার পদের মধ্যে মাত্র সাড়ে ১৯ হাজার পদ পূরণ হয়েছে। আরও ৭৭ হাজার ৫০০ পদ ফাঁকা পড়ে রয়েছে। এ ছাড়া চলতি বছর অবসরের কারণে শূন্য হয়েছে আরও ২০ থেকে ২৫ হাজার পদ। আগামী তিন মাসের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য সব কাজ ইতোমধ্যে প্রায় গুছিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসিএর একজন কর্মকর্তা। এবারের গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা লাখেরও বেশি হবে বলে তার ধারণা।
গত ৩০ অক্টোবর অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে এনটিআরসিএ, যা ই-রিকুইজিশন নামে পরিচিত। এ কার্যক্রমে তথ্য দেওয়া যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। অনলাইনে চাহিদা ফি জমা দেওয়া যাবে ১৩ নভেম্বর পর্যন্ত। এবারই প্রথমবারের মতো আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদা পাঠাতে বলা হয়েছে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম (ই-রেজিস্ট্রেশন) শেষ করে এনটিআরসিএ।
এর আগে, গত ৩১ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ৯৬ হাজার ৭৩৬টি। এর মধ্যে স্কুল-কলেজের শূন্য পদ ছিল ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি। পরে গত ২১ আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন শেষে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করেছে এনটিআরসিএ। শূন্য পদের চাহিদা পাওয়ার পর তা যাচাই-বাছাই শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। অনুমোদন পেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে শূন্য পদের চাহিদা আহ্বান করা হয়েছে। শূন্য পদের চাহিদা পেলে তা যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হবে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসিএ। তবে, প্রথম ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।
আরটিভি/এসএইচএম
জনবল নিয়োগ দেবে আরএফএল গ্রুপ
জনবল নিয়োগ দেবে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র ম্যানেজার/হেড অব প্রোডাকশন’ পদে চাকরি দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
বিভাগের নাম: ফ্যান
পদের নাম: সিনিয়র ম্যানেজার/হেড অব প্রোডাকশন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৮ বছর
কর্মস্থল: হবিগঞ্জ
আবেদনের নিয়ম: আগ্রহীরা RFL Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
আরটিভি/এফআই
চাকরি দেবে ওয়ালটন, থাকবে যেসব সুবিধা
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কোয়ালিটি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: কোয়ালিটি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার (কম্প্রেসার)
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: এক্সেল, অটোক্যাড, সলিডওয়ার্কস এবং ল্যাবরেটরি ম্যানেজমেন্টে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৩ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
আরটিভি/এফআই
আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে ইউসেপ বাংলাদেশ
আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশে সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ট্রেইনার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশ
পদের নাম: ট্রেইনার
শূন্য পদ: ৩টি
কাজের ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ ডিপ্লোমা ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: ৪০,০০০ টাকা (প্রতি মাসে)
কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা
আবেদনের নিয়ম: প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে ক্লিক করুণ এখানে।
আবেদনের শেষ দিন: ৬ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
আরটিভি/এফআই
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ৩টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।আগ্রহীদের আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। এসএসসি পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ২৮ অক্টোবর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৪০ বছর
আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), করপোরেট অফিস, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫। আবেদনপত্রের খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি: আবেদনকারীকে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা মূল্যের পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
পদের বিবরণ:
আরটিভি/এফআই
এসএসসি পাসেই ইন্টার্ন নিচ্ছে বিমান বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফ্লাইট ক্যাটারিং সেন্টারের অপারেশন শাখায় পেন্ট্রিম্যান পদে ৬ মাসের জন্য ইন্টার্ন ভর্তির জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদের নাম: পেন্ট্রিম্যান
বিভাগ: বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের অপারেশন শাখা
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা: ১৮-১১-২০২৪ ইং তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর ) হতে হবে।
শারীরিক যোগ্যতা:
ক. পুরুষ: ৫ ফুট ৬ ইঞ্চি
মহিলা: ৫ ফুট ৪ ইঞ্চি
খ. বিএমআই (BMI)- ১৮.৫ হতে ২৪.৯
গ. সুঠাম দেহের অধিকারী হতে হবে।
চাকরির ধরন: ইন্টার্ন (শুধুমাত্র ৬ মাসের জন্য)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
ডিউটি: দৈনিক ৮ ঘণ্টা
সম্মানি: দৈনিক হাজিরা সাপেক্ষে ৬০০ টাকা
আবেদন যেভাবে: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা বরাবর নির্ধারিত বাক্সে জমা করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর বিকেল ৫টা।
আরটিভি/এফআই