সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে

আরটিভি নিউজ

রোববার, ২১ এপ্রিল ২০২৪ , ০৯:৪০ এএম


চাকরি
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি)। প্রতিষ্ঠানটিতে তিন ক্যাটাগরির পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

যা যা প্রয়োজন-

১. পদের নাম: ব্যবস্থাপক (আইটি)

বিজ্ঞাপন

পদসংখ্যা: ১টি

বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর

মূল বেতন: ৭৯,০০০ টাকা (কোম্পানি গ্রেড-৪)। এ ছাড়া বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।

বিজ্ঞাপন

যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস/সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিংয়ে স্নাতক ডিগ্রি। কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা

পদসংখ্যা: ১টি

বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর

মূল বেতন: ২৫,০০০ টাকা (কোম্পানি গ্রেড-৫)। এ ছাড়া বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২টি

বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর

মূল বেতন: ২২,০০০ টাকা (কোম্পানি গ্রেড-৬)। এ ছাড়া বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা, ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://dbrt.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন গ্রহণ শুরু: ২ মে, ২০২৪ থেকে

আবেদনের শেষ সময়: ৩১ মে, ২০২৪ রাত ১২টা পর্যন্ত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission